Dr. Suniti Chakrabarti

Consultant Paediatrician

ভ্যাকসিনগুলো নিরাপদভাবে তৈরি করা হয়েছে

এনএইচএস [NHS]আমাদেরকে জানিয়েছে যে, কোভিড-১৯ এর টিকাগুলো নডিপেনডেন্ট মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুল্যাটরি অ্যাজেন্সি (এমএইচআরএ) [MHRA] কর্তৃক নিরাপত্তা, গুণগত মান এবং কার্যকারিতার ক্ষেত্রে কঠোর মান বজায় রেখে তৈরি করা হয়েছে।

 
অন্যান্য সকল লাইসেন্সপ্রাপ্ত ওষুধগুলো যেসব ক্লিনিকাল ট্রায়াল ও নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যায় করোনাভাইরাসের যে কোনো অনুমোদিত টিকাকেও অবশ্যই সেগুলোর মধ্য দিয়ে হয়
 
এমএইচআরএ [MHRA] নিরাপত্তার আন্তর্জাতিক মানদণ্ডগুলো অনুসরণ করে।
 

টিকা তৈরী করতে যে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় তা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে কারণ সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা নজিরবিহীন ভাবে একত্রে কাজ করতে এগিয়ে এসেছিলেন, টিকাটি তৈরী করতে একসাথে অনেকগুলো পথ অনুসরণ করা হয়েছিল এবং অনেক বেশী পরিমা তহবিল পাওয়া গিয়েছিল।

 
শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং মিশ্র সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিভিন্ন জাতীয়তার এবং সর্বস্তরের লোকজন কোভিড-১৯ টিকার ট্রায়ালগুলোর অংশ ছিলেন।

কোভিড-১৯ টিকার পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ

এমএইচআরএ [MHRA] আমাদেরকে জানিয়েছে যে সকল টিকার মতো কোভিড-১৯ টিকাও পার্শ্ব-প্রতিক্রিয়া ঘটাতে পারে, যদিও সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে। অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মৃদু কিংবা মাঝারি প্রকৃতির হয় এবং সেগুলো দেখা দেওয়ার কয়েক দিনের মধ্যে চলে যায়।

 
লক্ষ লক্ষ মানুষ টিকাটি গ্রহন করেছেন এবং অ্যালার্জি জনিত প্রতিক্রিয়ার মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর রিপোর্ট বিরল।
 
সামান্য বা স্বল্পমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার যে ঝুঁকি আছে তার চাইতে কোভিড-১৯ এর কারণে দীর্ঘ মেয়াদী জটিলতা বা মৃত্যুর ঝুঁকি অনেক

কোভিড-১৯ টিকার উপাদানগুলোর ব্যাপারে ব্যাখ্যা

বর্তমানে যে সকল টিকা পাওয়া যায় তার মাঝে কোনো শূকরমাংস বা অন্যান্য প্রাণীজ উপাদান নেই।

 

অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকা টিকায় যে পরিমাণ ইথানল আছে তা স্বাভাবিক খাবার কিংবা পাউরুটির মধ্যে যে পরিমাণ ইথানল থাকে তার চাইতে কম।মুসলমান আলিমগণ এই টিকাটিকে অনুমতিপ্রাপ্ত হিসাবে আখ্যায়িত করেছেন যেহেতু এতে অ্যালকোহলের মাত্রা খুবই নগণ্য।

ভ্যাকসিন সম্পর্কে গুজব

এই টিকাটি:

 

আপনার ডিএনএ [DNA]পরিবর্তন করবে না।

 

আপনাকে করোনাভাইরাসে আক্রান্ত করাবে না।

 

বন্ধ্যাত্ব ঘটাবে না।

 

নজরদারির জন্য কোনোচিপ বা ট্র্যাকার বহন করে না

কোভিড-১৯ টিকাগুলো খুবই কার্যকর

টিকাটি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় এবং যদি আপনি সংক্রামিত হনে তবে উপসর্গগুলোর তীব্রতা কমায়।

 

আমাদের শীর্ষস্থানীয় বিজ্ঞানী চিকিৎসা বিশেষজ্ঞগণ টিকাটি নিতে সুপারিশ করেন, কারণ এটির কার্যকারিতার ব্যাপারে শক্তিশালী প্রমান আছে

 

কিন্তু, এটি ১০০% সুরক্ষিত করে না সুতরাং বেশিরভাগ মানুষ টিকাটি গ্রহণ করার আগে পর্যন্ত আমাদের হাতের পরিচ্ছন্নতা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা চালিয়ে যাওয়া উচিৎ।

অন্যদের সুরক্ষিত করা

োভিড-১৯ এর টিকা নেওয়া আপনাকে, আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং কমিউনিটিকে সুরক্ষিত করবে

 

যাঁদের বয়স ৬৫ বছরের বেশি তাঁদের কোভিড হলে মৃত্যুর ঝুঁকি ৩ গুণেরও বেশি। আপনি যদি টিকা না নেন এবং কোভিডে আক্রান্ত হন বা আপনার কারণে অন্য কারো কোভিড হয়,তাহলে আপনার কেমন লাগবে সেটি ভেবে দেখুন।

স্বাভাবিক অবস্থায় ফিরে আসা

কোভিড-১৯ এর টিকা নেওয়াটা আমাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

 

যত বেশি সম্ভব মানুষের মধ্যে উচ্চ পর্যায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা [ইমিউনিটি] গড়ে তোলা নিশ্চিত করার মাধ্যমে আমরা আবারো স্বাভবিক অবস্থায় ফিরে যেতে পারব।

কোভিড-১৯ সম্পর্কে গুজব

গুজব: কোভিড-১৯ ফ্লু এর চাইতে খারাপ কিছু নয়’

সত্য: ফ্ল এর চাইতে কোভিড সংক্রমণে আপনার মারা যাওয়ার সম্ভাবনা ১০ গুণ বেশি এবং ৩০ দিন বা তার চাইতে বেশি সময় ধরে অসুস্থ থাকার সম্ভাবনাও বেশি।

 

গুজব: ‘আমাদের কেবল হার্ড ইমিউনিটির জন্য অপেক্ষা করা উচিত

সত্য: এর ফলে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে

আপনি টিকা নেওয়াটি গুরুত্বপূর্ণ:

কমিউনিটির রোগ প্রতিরোধ ক্ষমতা [ইমিউনিটি] গড়ে তুলতে আপনি একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমাদের প্রায় ৮০% মানুষকে টিকার আওতায় নিয়ে আসার প্রয়োজন। জাতীয় প্রচেষ্টায় আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে আপনার ও অন্যদের জন্য স্বাভাবিক অবস্থা কেবল তখনই ফিরে আসতে পারে যখন আপনি টিকা নেবেন।

The information in this app is correct at the time of publication. To view the latest Government and NHS information on Covid-19 guidance, vaccines and side effects please click here to view a list of websites where you will be able to find out more information on specific topics.

টিকা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন